জাতীয় সঙ্গীত
সোমবার | ২৩-০৬-২০২৫ |
হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা

দক্ষিণ পাহাড়তলী, ১নং ওয়ার্ড (চসিক), ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

স্থাপিতঃ ১৯৫৭ খ্রিঃ
EIIN: 104684 | MPO Code: 1046842120
School Code: 17535

একাডেমিক

১। কর্মদিবসে শিক্ষার্থীরা নির্ধারিত ইউনিফর্মে মাদ্রাসায় আসবে। এমনকি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ বা সফর করার জন্য বাইরে গেলে ইউনিফর্ম পরে যেতে হবে। ব্যক্তিগত ও শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অবশ্যই সর্তক দৃষ্টি রাখতে হবে।
২। প্রতিদিনের পাঠ অনুশীলন ও বাড়ীর কাজ সম্পন্ন করে মাদ্রাসায় আসতে হবে।
৩। অভিভাবক প্রতিদিন ডায়েরীতে লেখা শিক্ষকদের মন্তব্য পাঠ করে যথাস্থানে স্বাক্ষর/মন্তব্য লিখবে।
৪। আগাম বা অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য শিক্ষার্থীকে সুপার মহোদয়ের কক্ষ থেকে অনুমতি নিতে হবে। ক্লাস চলাকালীন বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের মাদ্রাসা প্রাঙ্গন ত্যাগ করতে হলে সুপার মহোদয়ের অনুমতি লাগবে।
৫। লেখাপড়ায় অমনোযোগী, অবাধ্যতা, অশোভন আচরণ, পরীক্ষার অসাদুপায় অবলম্বন, শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ ইত্যাদি কারণে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হবে।
৬। প্রতি মাসের শুরুতেই বেতন ও অন্যান্য ফি প্রতিষ্ঠানের অফিসে প্রদান করা যাবে।
৭। যে কোন শিক্ষার্থী নূন্যতম ৮০% শ্রেণি কার্য উপস্থিত থাকতে ব্যর্থ হলে তাকে পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য এবং উত্তীর্ণ করা হবে না।
৮। করোনকারীন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে মাদ্রাসায় আসতে হবে।