আমাদের কথা
হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ পাহাড়তলী হাটহাজারী উপজেলার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যা ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক সমাজ বিনিমার্ণের লক্ষ্যে ১৯৫৭ সালে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীনে মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (রাঃ) প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯১ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক অনুমতি লাভ করে এবং ২০০৬ সালে প্রথম স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি লাভের পর একটি বলিষ্ট ম্যানেজিং কমিটি পরিচালনায় এবং দক্ষ শিক্ষকমন্ডলীদের তত্বাবধানে পাবলিক পরীক্ষায় ১০০% সাফল্য অর্জন করতে সক্ষম হয়। যার ফলশ্রুতিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালে ২৩ অক্টোবর মাদ্রাসাটি এমপিওভুক্ত করে। বর্তমানে মাদ্রাসায় ১৪ জন শিক্ষক-কর্মচারী এমপিও ভুক্ত সহ সর্বমোট ১৮ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছে।
সংক্ষিপ্ত ইতিহাস
ঐতিহ্যবাহী চট্টগ্রাম শহরের ০১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশে সুনাগরিক তৈরী ও সুন্নাতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলার অলিকুল শিরমণি হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা (রাঃ) এর অক্লান্ত পরিশ্রমে এবং স্থানীয় তৎকালিন প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের সহযোগিতায় ১৯৫৭ ইং সনে আল্লাহর দুইজন প্রখ্যাত অলিয়ে কামেল হযরত সৈয়দ আব্দুল হামিদ বোগদাদী (রাঃ) ও হজরত আল্লামা শাহ্ হোছাইনুজ্জামান(রঃ) এর নামে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা হইতে দাখিল পাশ করিয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থেকে উচ্চতর ডিগ্রি লাভকরে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দ্বীনি, সমাজ ও জাতির গুরুত্বপূর্ণ খেদমত আনজাম দিয়া আসিতেছে। এখানে ছাত্রদেরকে সুন্নাতে নববী (দঃ) এর আদর্শে গড়িয়া তোলার লক্ষ্যে সর্বক্ষণ ১৮ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে প্রায় ৪০০ জন শিক্ষার্থীকে পাঠদান ও ৬০ জন এতিম শিক্ষার্থীকে লিল্লাহ বোডিং - এ সম্পূর্ণ ফ্রি খোরাকীতে রাখা হয়। মহান আল্লাহ এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করুক এবং সার্বিক কল্যাণ সাধিত করুক। আমিন।
লক্ষ্য ও উদ্দেশ্য
- মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার রূপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নমুখী কর্মসূচী গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।
শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় সেরকমই একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েব পোর্টাল তৈরি করা। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় শিক্ষাবোর্ডসমুহ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে যুগান্তকারী কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েব পোর্টাল তৈরি করেছে।
প্রতিষ্ঠাতার ছবি
হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা (রাঃ)
ইমাম আহলে সুন্নাত
প্রতিষ্ঠাতা উপদেষ্টা এর ছবি
আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রজ্জাক প্রেসিডেন্ট
প্রতিষ্ঠাতা উপদেষ্টা
Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ
সংবাদ ও ঘটনাবলী
প্রতিষ্ঠাতার ছবি
হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা (রাঃ)
ইমাম আহলে সুন্নাত
প্রতিষ্ঠাতা উপদেষ্টা এর ছবি
আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রজ্জাক প্রেসিডেন্ট
প্রতিষ্ঠাতা উপদেষ্টা